গাজীপুরে তুরস্ক রাষ্ট্রদূত প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার সহায়ক প্রদান করেছে
মুজিবুর রহমান :
গতকাল রবিবার (৩০/০৯/২০২১ তারিখ) জেলা কনফারেন্স কক্ষে উসমান তুরান, সম্মানিত রাষ্ট্রদূত, তুরস্ক গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে টার্কিশ কো-অপারেশন ও কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) পক্ষ থেকে গাজীপুর জেলার প্রতিবন্ধী শিশুদের সহায়ক উপহার সামগ্রী বিতরণ উপলক্ষ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসন গাজীপুর এস. এম. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্ক রাষ্ট্রদূত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইকবাল হোসেন সবুজ সংসদ সদস্য, গাজীপুর-৩ ও ড: ইসমাইল গুনদোগদু, কো-অর্ডিনেটর, টিকা। পরে অনুষ্ঠানে উপস্থিত প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার, হেয়ারিং এইড, ব্যাগ ইত্যাদি সামগ্রী প্রদান করা হয়।