ঋণখেলাপির তথ্য গোপন; পদ হারালেন উপজেলা চেয়ারম্যান ফোরকান
মুজিবুর রহমান :
বরগুনা জেলার আমতলি উপজেলা নির্বাচনের হলফনামায় ঋণখেলাপির তথ্য গোপন করায় চেয়ারম্যানী পদ হারনোর সংবাদ পাওয়াগেছে।
জানাযায়, নির্বাচনের হলফনামায় ঋণখেলাপির তথ্য গোপন করায় চেয়ারম্যানী পদ হারিয়েছেন বরগুনা আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান।
সংবাদটির সত্যতা নিশ্চিত করলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা, ঋণখেলাপির গোপন করার কারনে তথ্য সংযোজন করে মামলা হলে আপিল শুনানি শেষে বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে আমতলী উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের আদেশ দিয়েছেন বরগুনা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। পরে আপিল করলে এ আদেশের ফলে আপিলেও ফোরকানের পদ হারানোর আদেশ বহাল থাকলো।