গাজীপুর কালিগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে করোনার টিকা প্রদানের প্রথম ডোজ। বালিগাও স্কুল মাঠে প্রদান করা হচ্ছে ২য় ডোজ।
মুজিবুর রহমান :
এ বিষয়ে আর,এম,ও ডাঃ অভিজিত প্রতিনিধিকে জানান, প্রতিদন গড়ে ৭/৮ শতাধিক করোনার ভেকসিন প্রদান করা হচ্ছে।
এখন আর প্রচার নয় এমনিতেই প্রচুর ভীড় লক্ষ করাগেছে। তাছাড়া প্রাণ আরএফএল ও রিফাত গামর্ন্টসসহ বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের কমীর্দের ভীড় দেখা যাচ্ছে।
তবে কিছু অভিযোগ উঠেছে মহিলা সেবিকাদের বিরুদ্ধে। সদর হাসপাতালে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মহিলাদের সাথে অশুভ
আচরণের। বিষয়টি বলরামের কাছে অভিযোগ করেও কোন ফায়দা হয় নাই।