কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
মুজিবুর রহমান,
বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে শনিবার বিকেলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার হারুনুর রশিদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তার। এসময় মৎস্য কর্মকর্তা বলেন, প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠ ব্যাবস্থাপনা,জীববৈচিবত্র্য সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তিনির্ভর কার্যক্রম গ্রহনের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ন এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে মৎস্যখাত ব্যাপক সফলতা অর্জন করেছে।তাছাড়া ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ৭ দিনের ভিবিন্ন কর্মসূচী সাংবাদিকদের সামনে তুলে ধরেন।এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ভিবিন্ন ইলেক্টিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্ধ।