কালীগঞ্জে প্রান্তীক জনগোষ্টির জন্য বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রনোদনা ঋণ বিতরণ
মুজিবুর রহমান :
আজ রবিবার বিকালে উপজেলা সম্মেলন কক্ষে ব্যুরো বাংলাদেশ, জামালপুর শাখার আয়োজনে ঋণ প্রদান এর আয়োজন প্রান্তীক জনগোষ্টির জন্য বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রনোদনা ঋণ বিতরণ
করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। পরে তিনি ১৫ জন সুবিধাভোগীকে নগদ ৫০ হাজার ও ৭৫ হাজার টাকা করে বরাদ্ধকৃত ঋণ সর্বমোট মোট ১০ লাখ টাকা প্রদান করেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর ঘোষিত প্রান্তীক জনগোষ্টির জন্য বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে প্রণোদনা ঋণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রধান অতিথির মাধ্যমে ১৫ জন সদস্যকে ১০ লঅখ টাকা প্রদান করেন। এ সময় আঞ্চলিক ব্যাবস্থাপক মো. রফিকুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, ও এলাকা ব্যবস্থাপক মো. আব্দুল হালিমসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় কালীগঞ্জে ব্যুরো কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।