কালীগঞ্জে স্ত্রীর অভিযোগে ভরা মজলিসে স্বামীকে মারধর করেছে ইউপি সদস্য, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি
ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত আনুঃ ৮ টার দিকে বাহাদুরসাদী ইউনিয়নের ধলাসাুখা গ্রামে।
আহতের পারিবারিক সূত্রে জানা যায়, ধলাসাধুখা গ্রামের মৃতঃ আফসারে ছেলে ইছবের সাথে রাজপাড়া গ্রামের আবু সাইদের মেয়ে মুকলেছা খাতুনের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই পারিবারিক কলহের কারনে প্রায়ই স্বামী স্ত্রীর মাঝে বাক বিতন্ডতা হয়ে থাকতো। তারই সুত্রধরে গত রবিবার সকালে তাদের মাঝে কথা কাটাকাটি হয়, পরে তাদের মধ্যে গালাগালির এক পযার্য় স্বামী মুখলেছা খাতুনকে চড়মারে। মুখলেছা রাগে অভিমানে পিত্রালয় গিয়ে তার চাচাতো ভাই আনোয়ার হোসেন মেম্বারকে বিচার দেয়।
ওই দিন রাতে আনোয়ার হোসেন মেম্বর বিষয়টি নিয়ে বিচারের জন্য বৈঠকের ব্যবস্থা করেন। আহত ইছব অভিযোগ করে বলেন ওই বৈঠকে বিচার চলাকালীন সময়ে আনোয়ার মেম্বর ভরা মজলিসে সবার সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে হঠাৎ তেরে গিয়ে বুকের মধ্যে লাথি মেরে মাটিতে ফেলে দেয়।
পরে স্বজনেরা ইছবকে অসুস্থ অবস্থায় বুকে ব্যাথা নিয়ে কালীগঞ্জ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্করে।
এ বিষয়ে বাহদুশাদী ওয়ার্ড মেম্বরকে জিজ্ঞেস করলে তিনি বলেন,