কালীগঞ্জে লোহার রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে আ’লীগ নেতার বিরুদ্ধে
গাজীপুর প্রতিনিধি :
কালীগঞ্জর উপজেলার গোলাবাড়ী এলাকার আব্দুল রশিদের স্ত্রী মাসুদার স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাত্ব জখমের অভিযোগগে কালীগঞ্জ থানায় নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।
গত সোমবার সকালে উপজেলার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডে গোলাবাড়ি প্রাণ গেইট সংলগ্ন এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা ও লিখিত অভিযোগে জানা যায়, গত সোমবার সকালে উপজেলার বাঘের পাড়াস্থ প্রানগেট সংলগ্ন পুর্ব শত্রæতার জের ধরে পৌর আ’লীগ সহ-সভাপতি, বি.আর.ডি.বি চেয়ারম্যান ও বাঘের পাড়া এলাকার মৃত. আব্দুল মোমিন ছেলে মোর্শারফ হোসেন শুক্কুর একই এলাকার আব্দুর রশিদকে একা পেয়ে তার সাথে কথা কাটাকাটি ও গালিগালাজ করে ওই নেতা। আব্দুর রশিদ এর ন্যায় সংগত প্রতিবাদ করলে নেতা মোর্শরফ হোসেন শুক্কুর তার সংগীয়
মো. পরাগ ভুইয়া পিতা দেলোয়র ভুইয়াসহ ৫/৬ জন লাঠিশোাঠা ও লোহার রড দিয়ে আব্দুর রশিদকে এলোপাথারি ভাবে পিটিয়ে রক্তাত্ব জখম করে। এ সময় তার চিৎকারে আশে পাশের দোকানের লোকজন এগিয়ে আসলে মোর্শারফ হোসেন শুক্কুর ও তার লোকজন বিভিন্ন হুমকি ধামকির ও অভিযোগ করেছে। পরে স্থানীয়রা আব্দুল মজিদকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ সংক্রান্ত বিষয়ে আহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত ৫/৬ জনসহ দুই জনকে আসামীকরে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নেতার মোবাইলে বারংবার ফোন করে ও তাকে পাওয়া যায় নাই। কালীগঞ্জ থানার অভিযোগ তদন্ত কর্মকর্তা এস.আই রেজাউলকে ক্ষুদে বার্তা ও মোবাইল ফোনে কল করেও পাওয়া যায় নাই।