জানা গেছে, আজ সকাল ৮টার দিকে নিকলী থেকে উপজেলার সিংপুর ইউনিয়নের টিসিবির পণ্য বিক্রি করতে ট্রলারে করে নিয়ে যাচ্ছিলেন মেসার্স নোহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম ও তার লোকবল। সিংপুর বাজার সংলগ্ন ঘাটে ভেড়ানোর সময় ধনু নদীতে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারটিতে সিংপুর ইউনিয়নের ৫৫১টি পরিবারের জন্য ২ কেজি তেল, ২ কেজি ডাল, ২ কেজি ছোলাবুট ও ২ কেজি চিনির পেকেট বস্তাবন্দী করে নেওয়া হয়েছিল। পণ্যগুলোর বিক্রয় মূল্য ৩ লাখ ৮ হাজার ৫৬০ টাকা। দুর্ঘটনার পর খবর পেয়ে তারা সেখানে যান বলে জানিয়েছেন শফিকুল ইসলাম।
নিকলী ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে কোনো পণ্যসামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের সহযোগিতায় ভেসে যাওয়া পণ্যভর্তি কিছু বস্তা উদ্ধার করা গেছে।