১৭ ওয়ারেন্টভুক্ত আসামী আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ
মুজিবুর রহমান :
গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন মামলার ১৭ ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গত সোমবার আটককৃতদের গাজীপুর বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্র নিশ্চিৎ করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান সংবাদ প্রতিনিধিকে বলেন, আটককৃত ১৭ জন সমনভুক্ত আসামীকে আমাদের অফিসারগন আটক করতে সক্ষম হয়েছে। এটা আমাদের প্রতিদিনের রুটিন পালন করা হচ্ছে। আটককৃতরা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের গাজীপুর বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদের মাঝে, জামালপুর এলাকার মৃত মোহাম্মদ সরকারের ছেলে সোহেল সরকার(৩৫), মোক্তারপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে উসমান গনি(২৮), মোক্তারপুর এলাকার স্বামী মৃত গিয়াস উদ্দিনের কন্যা লাইলি বেগম(৩২), গিয়াস উদ্দিনের স্ত্রী নিলুফার বেগম (৫৫), কালীগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ডের ইকবাল(৪৩) পিতা মৃত: শহিদ মিয়া, ইকবালের স্ত্রী ইয়ারুন,পুত্র আশিক(২০), জাঙ্গালিয়া এলাকার মৃত শাহজানের ছেলে শামীম গাজী(৫০), মোক্তারপুর এলাকার মৃত হোসেন আলরি ছেলে জাকির (৪৮), একই এলাকার ছালামের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও পারভেজ (২৪), বকুলের ছেলে রাসেল(২০), নাগরীর রায়েরদিয়া এলাকার আজমত ভুইয়ার ছেলে নুর ইসলাম, পানজোড়া এলাকার পরিমল গমেজের ছেলে নিপু গমেজ(৩৭),ভর্দাতি এলাকার মৃত ওয়াজ উদ্দিন সরকার ছেলে, নুর আলম সরকার, চুয়ারীখোলা এলাকার হাবিবুল্লার ছেলে ওলিউল্লাহ(৩২), ঘোনপাড়া এলাকার রাজু পিতা শাহজাহান ।