১৩ দিনে টিকা নিলেন ২০ লাখের বেশি মানুষ
গত এক সপ্তাহে করোনার নমুনা পরীক্ষার হার কমলেও বেড়েছে শনাক্তের হার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সপ্তাহের ব্যবধানে নমুনা সংগ্রহ শূন্য দশমিক ১৯ শতাংশ কমেছে। একই সময়ে শনাক্ত বেড়েছে ১০ দশমিক ৫০ শতাংশ। তবে মৃত্যুর হারের কোনো পরিবর্তন হয়নি। একই সময়ে সুস্থতার হার বেড়েছে ৫ দশমিক শূন্য ৭ শতাংশ। এদিকে দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৩৪২ জন। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৫০ জন।
এদিকে গত ৭ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অর্থাৎ ১৩ দিনে দেশে টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন। এর মধ্যে শনিবার টিকা নিয়েছেন দুই লাখ ৩৪ হাজার ৫৬৪ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি শুরুর পর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কার্যক্রম চলছে। একই সঙ্গে ক্রমেই টিকার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।
করোনা শনাক্ত ও মৃত্যু নিয়ে অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এক সপ্তাহে ৯৮ হাজার ৪২১টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৭৫৮ রোগী শনাক্ত হয়, মারা যান ৭৬ জন। এর আগে ৭ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক সপ্তাহে ৯৬ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৪৯৬ রোগী শনাক্ত হয়, মারা যান ৭৬ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষার মাধ্যমে রোগী শনাক্ত হয়েছে ৩৫০ জন। শনাক্তের হার ৩ দশমিক ১৪ শতাংশ। দেশে এখন পর্যন্ত ৩৯ লাখ ৩৩ হাজার ৬৩৭টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৩ হাজার ২৪ জন। মোট নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।
টিকার বিষয়ে অধিদপ্তর জানায়, মোট টিকা নেওয়া ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জনের মধ্যে পুরুষ ১৩ লাখ ৭৮ হাজার ৯৩৫ জন। আর নারী সাত লাখ তিন হাজার ৯৪২ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে আছেন পাঁচ লাখ ৮৮ হাজার ৮৪২ জন, ময়মনসিংহ বিভাগে আছেন ৯৩ হাজার ৩২২, চট্টগ্রাম বিভাগে আছেন চার লাখ ৭৩ হাজার ১৬৪, রাজশাহী বিভাগে আছেন ২৪ হাজার ২৬২, রংপুর বিভাগে আছেন এক লাখ ৯৪ হাজার ৬৭, খুলনা বিভাগে আছেন দুই লাখ ৪৪ হাজার ১৭১, বরিশাল বিভাগে আছেন এক লাখ এক হাজার ৫৩৭ জন এবং সিলেট বিভাগে আছেন এক লাখ ৪৭ হাজার ৫১২ জন।
গতকাল ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ৩০ হাজার ৯১৪ জন। তাদের মধ্যে পুরুষ ১৯ হাজার ২১৯ জন আর নারী ১১ হাজার ৬৯৫ জন।