সুদখোর মহাজনের অত্যাচারে আত্ম:হত্যা
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধায় সুদখোর মহাজনের অত্যাচারে কোব্বাস আলী নামে এক ব্যক্তির আত্ম:হত্যার পথ বেছে নিয়েছে।
ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার গোহাটিাট রথ বাজার গ্রামে। সুদের টাকা দ্রুত গতিতে বাড়ছেই বাড়ছে। বিভিন্ন কারনে হাতে টাকা পয়সা না থাকায় গাইবান্ধায় আবারও সুদের আসলের দ্বীগুন টাকা ফেরত দিতে না পারায় এবং সুদখোর মহাজনের লাঞ্চনা অপমান শারীরিক ও মানসিক নির্যাতনে অবশেষে নিজেকে আত্বহননের পথ বেছেনিতে হলো। সম্প্রতি কোব্বাস আলী নামে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা।
প্রতিবেশীরা জানায়, গত সোমবার (২৬ এপ্রিল) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথবাজার এলাকায় বিকাল সাড়ে তিনটার দিকে কোব্বাস আলী কোন দিকবেদীক না পেয়ে আত্নহত্যার পথ বেছে নেয়। তারা আরো জানান, এধরনের প্রতিটি এলাকায় সুধ খোরদের দাপটে সাধারণ মানুষ অসহায় জিম্মি হয়ে পড়েছে।
বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত দোষী সুধখোর এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জোর দাবি জানাচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ।