সিকিউরিটিকে মারধর গ্রেটওয়াল এর বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুরের কালীগঞ্জের বালিগাও এলাকায় স্থাপিত গ্রেটওয়ালের সিকিউরিটি আব্দুর রশিদকে মারধর এর অভিযোক এনে রুহুল আমিনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করে বাদী।
একটি গোপন সূত্রে জানা যায়, সংস্থাটি থেকে প্রায়ই মালামাল চুরি যায়। সম্প্রতি ৬ লাখ টাকার মামলামাল চুরি হয়। ওই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তাদের ভেতর কথাকাটাকাটি হয়।
তাকে মারধর করে মাটিতে ফেলে রেখেগেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। কয়েকদিন পর সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে কালীগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার এস.আই ঘটনাস্থলে যান। তবে বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ার ও জিএম অবসর প্রাপ্ত কর্নেল থাকায় ফোন ধরেননি। ইঞ্জিনয়ার এর কাছে ফোন করলে তারা মোবাইল ধরে নাই। এ বিষয়ে সিকিউনরটি ইনচার্জ রুহুল আমিন জানান, আমি কিছু করিনাই বা আমি জানিনা।