·
সময় কি তারে এতোটুকু মনে রাখে..
………………………….
অহর্নিশ কথা হয় বলেই, স্বপ্ন আঁকি অহরহ।
ধরো কাল থেকে আর কোন কথা নয়,
কিংবা দৃষ্টির আড়ালে স্বপ্ন লুকায় স্পন্দন,
কি সাংঘাতিক অনুভূতির ব্যকারণ, তাই না?
কলমের খুঁচায় যদি দুঃখ আঁকি,
তবে বীভৎস অনুভূতি এসে সম্মুখে দাঁড়ায়,
কোথায় গিয়ে মুখটি লুকায় বলো!
স্বপ্ন যদি দুঃস্বপ্নে কাটে বেলা,
আত্মঘাতী তৃষ্ণা নিয়ে খেলা,
কবিতা কি তারে উপজিব করতে পারে?
ধরো আর কোনদিন দেখা হবেই না!
উপসংহার কি ইতি টানতে পারে?
এমন যদি হয়, বহুকাল পর আবার দেখা,
চিরচেনা মানুষ,
সেই মুখ, সেই চোখ, সেই হাসি,
ঊর্ধ্বশ্বাসে পারবো কি পুনরায়?
অহর্নিশ কথা হয় বলেই, স্বপ্ন আঁকি বুকে,
কতো অবহেলায়, কতো পথের বাঁকে,
অথচ অধিকার দেখিয়ে বর্বরচিত খেলা,
সময় কি তারে এতোটুকু মনে রাখে?
…………
চলবে/ দিলীপ গমেজ ।