শ্রীমঙ্গলে চা বাগানের ভেতর দিয়ে রাস্তা বন্ধের দাবীতে মানববন্ধন
শ্রীমঙ্গল প্রতিনিধি :
শ্রীমঙ্গলে চা বাগানের ভেতর দিয়ে রাস্তা বন্ধের দাবীতে মানববন্ধন শুক্রবার সকালে প্রবেশ মুখে দাড়িয়ে এ মানববন্ধন করে স্থানীয় চা বাগানের শ্রমিকরা।
শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগানে সেকশনের ভিতর দিয়ে জনসাধারণ চলাচলের রাস্তা না করার দাবীতে মানববন্ধন করেছে বাগানের সাধারণ শ্রমিকরা। সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের প্রবেশ মূখে দাড়িয়ে কয়েকশত শ্রমিক এ মানববন্ধন করে।
এ সময় বক্তব্য রাখতেগিয়ে বক্তারা বলেন, আমাদের নিরাপত্তা প্রয়োজন। আমাদের সন্তানদের রনরাপত্তা প্রয়োজন, এটি বাগানের শ্রমিকদের ব্যবহারের জন্য নিজস্ব রাস্তা। এই রাস্তা প্রশস্থ করে শ্রীমঙ্গল ভানুগাছ সড়ক থেকে মৌলভীবাজার সড়কের বিকল্প সড়ক করা হচ্ছে, ফলে আমাদের শান্তি ভঙ্গকরা হবে। এতে কয়েকটি চা বাগানের শ্রীমকদেরস্বাধিনতা খর্ব হচ্ছে ও স্বাধীন ভাবে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে আমরা মনেকরি। আবার যান বাহনের নিচে পড়ে আমাদের সন্তানরা দূর্ঘটনায় স্বীকার হতে পারে। তাই আমরা রাস্তা না করার দাবী জানাচ্ছি।
এ সময় বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা উজ্জ্বল সরদার, লছমি সরদার, সূধীর তাঁতী, সঞ্জয় রায় ও মিনি হাজরা। এদিকে বাগানের লিজ নেয়া জমি দিয়ে সরকারী রাস্তা না করার জন্য আদালতের স্বরনাপন্ন হয়েছেন।