এই পৃথিবীটা বড়ই বিচিত্র …
সবকিছু কেমন যেনো বদলে যায় ,
খুব দ্রুত বদলে যায় , ধরে রাখা যায় না ..
নশ্বর পৃথিবীতে মোদের ক্ষন স্থায়ী বিচরন
ছুটছি মোরা কিসের মোহে , ছুটছি অকারন।
শৈশব ছিলো বড় মধুময় ,কৈশোর গেলো খেলাতে
এসে কখন চলেও গেলো জীবনের এই মেলাতে।
যৌবন এলো বীর দর্পে রাংগিয়ে দিয়েছে জীবন
কতো কর্মকান্ড .. বন্ধু-বান্ধব , আত্মীয়-স্বজন,
হৈ হোল্লোর আর আনন্দে মেতে উঠতাম আমরা
দেশ-বিদেশ ঘোরা , ভ্রমন কিংবা পর্বতারোহন
অথবা সারা রাত ভরে বারবিকিউ আর গল্প গুজবে পার করে দেয়া রাত মুভি দেখে আর খেয়ে ,
ভার্সিটিতে আড্ডা মেরে বা কলেজের করিডোরে –
কতো শত স্মৃতি বিজরিত কতো শত আশা ,
দেখতে দেখতে হয়ে গেলো সবই – নিরাশা
যৌবনও গেলো চোখের নিমিশে যে ছিল ভরসা।
বার্ধক্য এসেছে মানা বড় ভার
চুলে পাক ধরে , গালে ভাজ পড়ে ,
প্রহর গুনি কখন ডাক পড়ে
যেতে হবে পরপারে এই ভবলিলা সাংগ করে।
পরিশেষে দিনের শেষে হিসেব কসতে বসে
একটাই সত্য প্রতীয়মান,
সবই চলে যায় সবই বদলায়
তবে কি নিয়ে এই মিছে সংসার ।
শৈশব গেলো , কৈশোর গেলো
যৌবনও ধরে রাখা দায় ,
বার্ধক্য সে তো চিরাচরিত
শেষ পরিনতি মৃত্যু – অবধারিত।।
••••••••••••••••••••••••••••••••••••
১ লা মে , ২০২১ বিকাল ৩ টা