গাজীপুরের কালীগঞ্জে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল অসহায়, এতিম ও দুস্থ-দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর নির্বাহী পরিচালক আবুল হাসিব খান, পরিচালক আফরোজা লায়লা এবং উপ পরিচালক আবু রিয়াদ খানের নির্দেশক্রমে সারা বাংলাদেশে রিকের কর্ম এলাকার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েগেল শেখ রাসেলের জন্মদিন।
গতকাল সোমবার নাগরী ইউনিয়নের পানজোরা এলাকায় রিক শাখা
ব্যবস্থাপক মো. আবু এখলাছ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ কল্যান কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।
১৯৭৫ সালে ১৮ অক্টোবর শেখ রাসেলসহ পরিবারের সকল সদস্যদের হত্যা করা হয়। তারই শ্মরনে শেখ রাসেলের জন্মদিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ’রিক’ পুবাইল এরিয়া ম্যানেজার মো. শোহাগ হাওলাদার, মিউচ্যুয়েল ব্যাংক নাগরী শাখা ব্যবস্থাপক মো, শাহিন কাদির, অন্যান্নদের মাঝে আরো উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম, গণ্যামান্য ব্যাক্তিবর্গ ,এতিম ও রিক সমিতির সদস্যবৃন্দ।
ফাতেহা ও দুরুদ শরিফ পাঠের মাধ্যমে এতিমদের তবারক বিতরণ করা হয়।