আজ শুক্রবার সকালে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে রিটানিং অফিসার কর্তৃক মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় কালীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত সদস্য ও ইউপি সদস্যগন উপস্থিত থাকতে দেখাগেছে।
এ নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৫৯জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২১৩জন মোট ২৯৩ প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল হলে যাচাই বাছাই শেষে ১ জন চেয়ারম্যান ও ৩জন সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। শর্ত ছিলযে, আগামী তিন দিবস কর্মদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা( আপিল) পূর্বক বৈধকরার জন্য জানানো হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও তুমুলিয়া, বক্তারপুর ও জাংগালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ফারিজা নুর এবং টঙ্গী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বাহাদুরসাদী, জামালপুর ও মোক্তারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ওমর ফারুক তাদের মনোনয়ন পত্র গ্রহণ করেন। চেয়ারম্যান পদে তুমুলিয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. আবু বকর মিয়া ও জাকের পার্টির মনোনীত মো. মনিরুজ্জামান। বক্তারপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. আতিকুর রহমান ফারুকসহ ৪জন, জাংগালিয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. সারোয়ার গাজীসহ ৫জন, বাহাদুরসাদী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাহাবুদ্দিন আহমেদসহ ৩জন, জামালপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. মাহবুবুর রহমান ফারুক মাষ্টারসহ ৫জন, ও মোক্তারপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এস এম আলমগীর হোসেন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।