কালীগঞ্জে রাজনগর ইউনাটেড কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
এর নির্বাচন চলছে।
টান টান উত্তেজনার মধ্যেদিয়ে রাজনগর ক্রেডিট ইউনিয়নের র্নিবাচন শুরু হয়েছে। বিপুল উৎসব আর আনন্দের মধ্যদিয়ে পুরুষ মহিলাদের ভোট দিতে ছুটো-ছুটি করতে দেখা গেছে।
আজ শুক্রবার উপজেলার রাজনগর এ উপ-সহকারী গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা নিবন্ধন মন্তুষ কুমার গোপ নিবাচন কমিশনার ও সহকারী পরিদর্শক খায়রুল কবির এবং হারুন অর রশিদ পরিচালনায় সকাল ৯টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট চলবে।
প্রায় ৬৫ কোটি টাকার মুলধন নিয়ে সদস্য সংক্ষা ৫, ৯৮২জন। ৭টি পুরুষ ও ৮টি মহিলা বুথের মাধ্যমে ভোট গ্রহন করা হচ্ছে। এবারে সভাপতি হিসেবে ছাতা মার্কা প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন আব্দুর রশিদ সরকার ও চেয়ার মার্কা মিজানুর রহমান মোড়ল এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদন্দিতা করছেন আশ্রাফি সোহেল খান ও আল আমিন শেখ, ২জন ম্যানেজার, ২ জন সহ সভাপি ও ৪ জন পরিচালক নিয়ে র্নিবাচনে অংশ গ্রহন করেছেন।
বিকেল ৫টার সময় ফলাললে র্নিধারণ হবে কোন প্যানেল জী হয়েছেন।