বুধবার বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য দৈনিক সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য বলেন, সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দিতে বলা হয়েছে, তবে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে কোন সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। অধ্যাপক রহমত উল্লাহর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অধ্যাপক রহমত উল্লাহ থেকে ব্যাখ্যা চেয়েছে সিন্ডিকেট।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি বঙ্গবন্ধুর খুনি মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন রহমত উল্লাহ। এ নিয়ে ব্যাপক সামালোচনা শুরু হয়। এরপর এ ঘটনায় ক্ষমা চান তিনি। এসময় বিষয়টি ‘অনিচ্ছাকৃত’ বলে উল্লেখ করেন রহমত উল্লাহ।