রংপুরের নব্দীগঞ্জে বাস ও অটোরিকশা সংঘর্ষে অটোচালকসহ চারজনের নিহত ও ৪ জন আহত
রংপুর প্রতিনিধি :
আজ রোববার সন্ধ্যায় নব্দীগঞ্জের তালুক উপাসু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামি মানিক পরিবহন কুড়িগ্রাম যাওয়ার সময় নব্দীগঞ্জ বাজারে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক অনিল চন্দ্র রায়সহ ঘটনাস্থলেই ৩ জনমারা যায়।
পরে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতাল পাঠায়।
পুলিশ জানায়, অটোরিকশাটি বাসের চাকায় পিষ্ট হয়ে দুমরে মুচরে যায়। ঘটনার পর থেকে বাসের চালক ও তার সহযোগি পলাতক রয়েছে। মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।