যারা উন্নয়ন দেখতে পায় না তাদের চোখে ছানি পড়েছে : শাজাহান খান
যারা শেখ হাসিনার উন্নয়নকে চোখে দেখতে পায় না তাদের চোখে ছানি পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। আজ শুক্রবার দুপুরে মাদারীপুরের রাজৈরে অনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে এমন বিস্ফোরক মন্তব্য করেন দলটির আলোচিত এই নেতা।
তিনি বলেন, ‘তারা (বিএনপি) ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছেন। ক্ষমতায় যাওয়ার জন্য তারা এখন তত্বাবধায়ক সরকার চায়। এক সময়ে খালেদা জিয়া বলেছিল, ‘‘তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, মানি না।’’ পরে বাধ্য হয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার করতে। মাত্র ১২ দিনের পার্লামেন্টে আইন করে তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করেছেন। আর তত্ত্বাবধায়ক সরকাররে ওপর ভর করেই সেদিন বিএনপি ক্ষমতায় এসেছিল। তখন আমরা দেখলাম তত্ত্বাবধায়ক সরকার সঠিক নয়।’
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, ‘আগামীতে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে আসুন। আপনারা জিতলে শেখ হাসিনা আপনাদের হাতে ক্ষমতা ছেড়ে দিবে। কিন্তু কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’