যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের পুস্পস্তবক অর্পণ
মুজিবুর রহমান:
সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় গাজীপুরের কালীগঞ্জে পালিত হলো হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম জাতীয় শোক দিবস। গতকাল রবিবার সকালে উপজেলায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনিমিত করে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন মো. শিবলী সাদিকের নেতৃত্বে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার ও সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে তার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা র্নিবাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, সহকারী কমিশনার ভুমি শাহিনা আক্তার , উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তামো. মনিরুল ইসলাম শোভন, উপজেলা সাব রেজিষ্টার মো. শাহিন হাসান ,উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মো. জাকিউল ইসলাম, উপজেলা মহিলা কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মহারীগন ।