নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার কালীরবাজার সেনবাড়ী এলাকার ফজলুল হকের ছেলে বাবু (২৫), সোহরাব উদ্দিনের ছেলে ইয়াসিন (১৮) ও মো. ইসলামের ছেলে মো. রিপন (৩০)।
পুলিশ জানায়, চায়না মোড়ে ব্রহ্মপুত্র সেতুর দিকে আসা একটি বালুভর্তি ড্রাম ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান দুজন। গুরুতর আহত অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।