রবিচন্দ্রন অশ্বিনের পর মিচেল মার্শ। এ বারের আইপিএলে চোট পেলেন আরও এক ক্রিকেটার।
রবিবার কাঁধে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অফস্পিনার অশ্বিন। এদিন গোড়ালিতে চোট পেলেন সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার মিচেল মার্শ। চার বল করার পরই বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। আট উইকেট পড়ার পর ব্যাট করতে এলেও আউট হলেন প্রথম বলেই। বোঝাই যাচ্ছিল, দাঁড়িয়ে থাকতেও পারছেন না তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ১০ রানে হেরে যাওয়ার পর মিচেল মার্শের চোট নিয়ে হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার বললেন, “ব্যাট হাতে ক্রিজে গিয়ে দুর্দান্ত সাহসের পরিচয় দিয়েছে মিচেল। তবে ওর চোটের অবস্থা মোটেই ভাল ঠেকছে না। পায়ে ভর দিতে পারছে না ও। আশা করছি ওর চোট খারাপ দিকে যাবে না যতই ব্যথা হোক না কেন। আর সেই প্রার্থনাই করছি।” পরিষ্কার, সানরাইজার্স শিবির রীতিমতো উদ্বিগ্ন চোটের কারণে।