টাঙ্গাইল দেলদুয়ার প্রতিনিধি
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং নূপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার সকালে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ফাজিলহাটি ইউনিয়ন শাখার আয়োজনে ফাজিলহাটি এলাচিপুর চরপাড়া ঈদগাহ মাঠে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহমান মাস্টারের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ফাজিলহাটি ইউনিয়ন শাখার উপদেষ্টা সরকার শহিদ, মুফতি রুহুল আমিন, মুফতি এহসানুল, মুফতি রফিকুল ইসলামসহ অন্যরা।