মুজিববর্ষ উপলক্ষ্যে মেহের আফরোজ চুমকি এমপি।
কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে ঈদ উপহার স্বরুপ ৪৫ জন অসহায় ভুমিহীদের মাঝে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা র্নিবাহী কর্মকর্তা মো. আসসাদিক জামানের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি রেভিনিউ মামুন সরদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, অফিসার ইনচার্জ আনিছুর রহমান, সহকারী কমিশনার ( ভুমি ) শাহিনা আক্তার।
পরে প্রধান মন্ত্রী এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৩য় পর্যায়ে ঈদ উপহার স্বরুপ কালীগঞ্জের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।