গাজীপুরের কালীগঞ্জে ৮ নং ওয়ার্ড অfওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, অায়োজনে মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে মুজিব শতবর্ষ, ৪৯ তম বিজয় দিবস উৎসব উপলক্ষে উপজেলা অা’লীগ সদস্য ও কাউন্সিলর অামির হোসেন ৩ হাজার মাকস্ বিতরণ করেন , মতবিনিময় ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের আফরোজ চুমকি এমপি,অন্যন্নদের মাঝে অারো উপস্থিত ছিলেন জেলা অা’লীগের যুগ্ম সম্পাদক এড, অাশ্রাফি মেহেদী হাসান. জেলা সদস্য মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অাবু বকর চৌধুরী, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সদস্য অাহমুদুল কবির অাবু খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শহিদুল কাদের পাপ্পু, উপজেলা যুবলীগ সভাপতি অালমঙ্গির হোসেন,সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা পৌর অা’লীগ সভাপতি ও অাসন্ন মেয়র প্রার্থী এস,এম রবিন হোসেনসহ অনেকে।