বন্ধ হলো কালীগঞ্জের কানাই বিলের মাটি কাটা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে আ’লীগ নেতারা সিন্ডিকেট করে প্রত্যন্ত বিলের মাটিকেটে বিক্রয় বন্ধ করলেন নব যোগদানকৃত কালীগঞ্জ উপজেলা র্নিবাহী কর্মকর্তা মো. আসসাদিক জামান। এর ফলে বীজতলায় ব্যাস্ত হয়ে উঠেছে কালাই বিলের কৃষকেরা। দিক বেদিক বেদিক ছুটছে কৃষক কালক্ষেপন করতে চাননা তাহারা।
জানা যায়, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতা বজলুর রহমান ও আল আমিন কালাই বিল থেকে বেকু ও এক্সকাভেটর দিয়ে ফসলের মাটি কেটে অন্যের জমির উপর দিয়ে লড়ি/ট্রাকে করে মাটি বিক্রয় করছে। পথ বানাতেগিয়ে বিভিন্ন স্থানে পানি প্রবাহ বন্ধ করে দেয়। দেওয়ালের টেক সংলগ্ন নেতারা মাঝি বাড়ির স্থানীয় বাসিন্দা থাকায় তাদের ভয়ে কোন প্রতিবাদ করতে পারেনা। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে অসহায় কৃষক শিরোনামে বেশ কয়েকটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি সহকারী কমিশনার ভুমি সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে ফিরে যান। পর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে দৃষ্টি পরে, এতেকরে উপজেলা নিবাহী কর্মকর্তার ঘটনাস্থলে বেকু ও এক্সাভেটর জব্দ করার র্নিদেশ প্রদান করেন। উপজেলা র্নিবাহী কর্মকর্তার একান্ত প্রচেষ্ঠায় মাটি কাটা বন্ধ হয়ে যায়।