বগুড়ায় যমুনা নদীতে প্রাণগেল ভাইবোনের
বগুড়া প্রতিনিধি :
আবরো বগুড়ায় যমুনা নদীতে প্রাণগেল ভাইবোনের। সারিয়াকান্দির যমুনা নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সারিয়াকান্দি ফায়ার সাভিসের কর্মকতা ময়েজ উদ্দিন এর নিকট জানতে চাইলে তিনি জানান, গত সোমবার বেলা আনুমানিক ৩টায় সারিয়াকান্দি উপজেলার ময়ুরের চরে যমুনা নদীতে গোসল করতে নামে দুই শিশু। এ সময় যমুনা নদীতে ভাই জিসান (৭) ও বোন নিরা আক্তার (১৩) ডুবে যায়। সংবাদ পেয়ে স্থানীয়রা অনেক খোজাখুজি করেও পায় নাই। পরে আমাদের খবর দিলে আমরা অনেক কোজাখুজি করেও এখন পর্যন্ত কোন সন্ধান পাই নাই। আমাদের কমীরা যমুনা নদীতে এখনও তল্লাসী চালিয়ে যাচ্ছে।