গানের মানুষ প্রীতম হাসান আর ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পলাশ এবার এক হলেন। অভিনয় করছেন আদনান আল রাজীবের ওয়েব ফিল্মে। নাম ‘ইউটিউমার’। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা অঞ্চল থেকে শুরু হয়েছে এর শুটিং। এর মধ্য দিয়ে এবারই প্রথম ওয়েব ফিল্ম নির্মাণ করছেন আদনান আল রাজীব।
জানা গেছে, ইউটিউবকেন্দ্রিক কোনো ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে এই ছবিটি। প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
নির্মাতা আদনান আল রাজীব বলেন বলেন, ‘চরকির বিশেষ দিক হলো, তাদের সঙ্গে কাজের স্বাধীনতা আছে। আর তাছাড়া এই ফিল্মটি এখনকার সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। আশা করি, গল্পটি সবার ভালো লাগবে।’
প্রীতম বলেন, ‘ইউটিউমারের গল্পটা এতটাই দারুণ যে, অভিনয়ের সাহসটা করে ফেললাম।’
পলাশ বলেন, ‘এমন কনটেন্ট নিয়মিত তৈরি হলে দর্শককে আর অন্য কোনও দিকে যেতে হবে না।’
গতকাল কেক কেটে শুরু হয় ‘ইউটিউমার’র প্রথম দিনের শুটিং। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা আদনান আল রাজীব, শিল্পী প্রীতম হাসান, জিয়াউল পলাশ, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি, কনটেন্ট অফিসার আদর রহমানসহ অনেকে।