ট্রেনের ধাক্কায় ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক প্রফেসার নিহত ও স্ত্রী সাবেক সচিবসহ আহত ড্রাইভার প্রাইভেট ও
কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি ঃ
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক প্রফেসার নিহত ও স্ত্রী সাবেক সচিবসহ ড্রাইভার আহত হয়,পরে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ঢামেকে রেফার্ড করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডাঃ সাজ্জাদ হোসেন।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যা৬ টায় কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নলছাটা রেল গেটে।
প্রত্যক্ষদর্শী মাধ্যমে জানা যায়, শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো গ-৩৩-৮৭৭১) নলছটা রেল সড়ক পার হচ্ছিল। এ সময় চট্রগ্রামগামী আন্তঃজেলা সূবর্ণা এক্্রপেসের সাথে সংঘর্ষে হয়। এতেকরে প্রাইভেট করটি দুমরে মুচরে পাশের খাদে পড়ে যায়। বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে এসে প্রাইভেট কারের ভেতরে থাকা ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক প্রফেসর আব্দুর রহিম খান, তার স্ত্রী যুগ্ম সচিব দিলজুয়ারা খানম ও চালক কে বাহির করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে পাঠায়। জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ সাজ্জাদ হোসেন বলেন, আব্দুর রহিম খান স্পটডেথ বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে রেফার্ড করা হয়েছে।
এদিকে ট্রেনের সংঘর্ষে মৃত্যু হওয়ায় রাতে নরসিংদী রেলওয়ে থানা পুলিশ এর এসআই ইমাএদুল কালীগঞ্জ সরকারী হাসপাতল থেকে ময়না তদন্তের জন্য মৃত ঃ দেহটি ভৈরব নিয়ে যায়।
ক্যাপশন ঃ ১। ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক প্রফেসর আব্দুর রহিম খান, ২। তার স্ত্রী যুগ্ম সচিব দিলজুয়ারা খানম ৩। চালক।