প্রস্তুত মানিকগঞ্জের শিক্ষার্থী, দেয়া হবে ১০০ ভ্যাকসিন
দেশে প্রথমবারের মত মানিকগঞ্জের ১২-থেকে ১৭ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে ফাইজারের ভ্যাকসিন দেয়া মুরু করছে সরকার।
জানা গেছে আজ বৃহস্পতিবার দুপুরে কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
িদিকে প্রস্তুত রয়েছেন মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ জন ছাত্র ও এস.কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন ছাত্রীকে পরীক্ষামূলকভাবে এই টিকা প্রদান করা হবে। এরা সকলেই নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী।
এদিকে ভ্যাকসিন প্রদান উপলক্ষ্যে মেডিকেল টিম গঠনসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ।