কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের রেল সড়কের পাশে চটপটির দোকানের শুভ উদ্ভোধন করলেন প্রবাসী আবুল হাসেম।
মুজিবুর রহমান :
কালীগঞ্জে বেশ কয়েকটি চটপটির দোকান থাকলেও অত্র এলাকায় একমাত্র দোকান স্থাপন করায় সবাই বিশেষ করে যুবক/ যুবতী ও মহিলাদের জন্য নিরিবিলি সভ্য পরিবেশে চটপটির স্বাদ নিতে পারবেন বলে মনে করঠেন অনেকে।
অদ্য বাদ আছর এ দোকানটির শুভ সূচনা করেন সৌদি প্রবাসী আবুল হাসেম। ইতি পুর্বে একই স্থানে চায়ের দোকান থাকলেও বর্তমানে চটপটি বিক্রয় হবে বলে জানাগেছে।