শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর উপর হামলা থানায় অভিযোগ
বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে পাওনা টাকা আসা কে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা। গত রবিবার বেলা ১২ টার দিকে শ্যামনগর উপজেলা সদরের ইসমাইল পুর এলাকায় মুন্না মার্কেটে মুদি ব্যবসায়ী আব্দুল মমিন এর উপরে হামলা চালায় এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ হয়েছে।
লিখিত অভিযোগে বলেন, ইসমাইলপুর এলাকার মৃত ছাত্তার খাঁর পুত্র হাফিজুর রহমান ও মতলেব খাঁ। আমার ছেলে আবু সাঈদ এর আফিয়া ভ্যারাইটিজ স্টোর নামীয় একটি দোকান রয়েছে। তারা দুই ভাই আমাদের দোকান থেকে বাকি তে মাল খায়। ২২মে তারিখে আমার দোকানের দু’দিনব্যাপী হালখাতা হলেও তারা দাওয়াত পত্র পেয়ে কেউ আমাদের হালখাতা করেনি পাওনা টাকা চাওয়ায় ৫/৭ জন এর একটি সংঘবদ্ধ দল নিয়ে ২৯ মে রবিবার আমার ও আমার ছেলের উপরে হামলা করে দোকানে ভাঙচুর চালায়। এ ঘটনায় ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে। সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা সহ দোকানের মালামাল লুটপাট ও নগদ টাকা এবং চেকের পাতা নিয়ে যায়। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ছিল তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।