পরকিয়ার জেরে প্রবাসী স্বামীকে ‘হত্যা
দুবাইপ্রবাসী সোহেল পারভেজকে পরকিয়ার জেরে কুপিয়ে হত্যার মামলায় তার স্ত্রী রোকেয়া আক্তার শিউলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।ঘটনাটি ঘটেছে ফেনী শহরের সূফি সদর উদ্দিন সড়কে প্রবাসীর বাড়িতে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খান রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। গত রোববার বিকেলে ফেনীর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম পাঁচ দিনের রিমান্ড আবেদন তিনি এ আদেশ প্রদান করেন। ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী সাংবাদিকদের কাছে ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
শিউলী পালিয়ে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী এলাকার তার চাচার বাড়ি থেকে শিউলীকে গ্রেপ্তার করে র্যাব।
উল্লেখ্য, পরকিয়ার বিষয়াদি নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। গত ১৯ আগস্ট রাতে তার স্বামীর পরকীয়ার জেরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল তাকে মৌখিকভাবে তালাক দেন। এতে শিউলী ক্ষুদ্ধ হয়ে বটি দিয়ে সোহেলের শরিলের বিভিন্ন স্থানে ও ঘাড়ে, গলায় কুপিয়ে হত্যা নিশ্চিত করে রাতে পালিয়ে যান।
নিহত সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকায়। শিউলী আক্তারের বাড়িও চৌদ্দগ্রাম উপজেলায়। এ ঘটনায় গত শুক্রবার রাতে ফেনী মডেল থানায় শিউলী আক্তারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সোহেল পারভেজের মা নিরালা বেগম।