কিছু সংক্ষত লোক আছে যাদের মাঝে মীরজাফরের রক্ত, দেশ প্রেম নেই, তারাই পদ্মাসেতুকে নিয়ে কটুক্তি ও অপপ্রচার চালাচ্ছে বলে জানান মহিলা ও শিশু মন্ত্রনালয় বিষয়ক সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোচ চুমকি এমপি।
গতকাল মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে চলাকালিন সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন………,
তিনি আরো বলেন, পদ্মাসেতু জাতিকে মাথা উচুকরে বিশ্বের মাঝে দাড়ানোর সুযোগ করে দিয়েছে। কালীগঞ্জের নাগরী ইউনিয়নের শহীদ ময়েজ উদ্দিন চত্তর থেকে আনন্দ শোভা যাত্রাটি শুরু করে কালীগঞ্জ উপজেলা হয়ে জামালপুর, বাহদুশাদী, মোক্তারপুর, জাঙ্গালিয়া, বক্তারপুর হয়ে কালীগঞ্জ পৌরসভায় আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপ
এ সময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুবকর চৌধুরী , মোয়াজ্জেম হোসেন পলাশ, এড. মাকসুদুল আলাম, শর্মিলা রোজারিও, শরিফুল ইসলাম খান কনক, মাজেদুল ইসলাম সেলিম, মেয়র এসএম রবিন হোসেন, কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভুইয়া, পরিমল চন্দ্র ঘোষ, ছাত্র নেতা নাহিদ, থানা আলীগ ও এর অংগ সংগঠনের নেতৃবিন্দ সহপ্রায় এক হাজার মটর সাইকেল ও ২/৩ শত প্রাইভেট কার আনন্দ র্যালিতে অংশগ্রহন করেন।