নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর মোবাইল কোর্ট
মুজিবুর রহমান ঃ
লকডাউনের ২য় দিনে করোনা ভাইরাস কোভিড-১৯ এর বিস্তার রোধে ৮ম বারের মত মোবাইলকোটে নেমেছেন কালীগঞ্জ উপজেল র্নিবাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহিনা আক্তার।
জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা পালনের বাধ্য করা ও গণসচেতনতা সৃষ্টি লক্ষে সাধারণ মানুষকে লকডাউনে বাড়িতে অবস্থান করতে কালীগঞ্জ বাজার কাপাসিয়া মোড়, গুদারা ঘাট, তুমুলিয়া মিশন, নাগরী বাজার, ,উলুখোলা, বিএনপি মোড়, এলাকায় মোবাইলকোর্ট পরিচালনা করেন। এসময় তুমুলিয়া মিশনে ২ জনকে মাক্স ব্যবহার না করায় ১ হাজার টাকা কালীগঞ্জ বাজারে একজনকে ২শ টাকা করে মোট ২২শ টাকা জড়িমানা আদায় করা হয়েছে।
সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো.শিবলী সাদিককালীগঞ্জ বাজারকিাপাসিয়া মোড়, গুদারা ঘাট, তুমুলিয়া মিশন, নাগরী বাজার,উলুখোলা, বিএনপি মোড়, এলাকায় মোবাইলকোর্ট পরিচালনা করেন। এসময় তুমুলিয়া মিশনে ২ জনকে মাক্স ব্যবহার না করায় ১ হাজার টাকা কালীগঞ্জ বাজারে এক জনকে ২শ টাকাসহ মোট ২২শ টাকা জড়িমানা আদায় করেন।