নানীর বাড়িগিয়ে আর পরিক্ষা দেয়া হলোনা সৌরভের
মুজিবুর রহমান ঃ
গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ উপ-প্রচার সম্পাদক সৌরভ সরকার পুবাইল কলেজ গেইট এলাকায় মোটার সাইকেল র্দূঘটনায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যায় মাঝুখান নানীর বাড়ি থেকে সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে নানীর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় আনুমানিক. সাড়ে ৬টার দিকে পুবাইল কলেজ গেইটে এলাকায় পেছন দিক থেকে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায়।
আরো জানা যায়, নিহত সৌরভ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টিউরী সরকার বাড়ীর সোহেল সরকারের ছেলে।