দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন ও আহত-২জন
টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রচন্ড গতিতে ধাক্কা দেয়ার ফলে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহীর ১জন নিহত হয়, অপর ২জন আহত হয়। ১৪জুন (মঙ্গলবার) বিকাল সারে ৪টায় দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া বাজার সংলগ্ন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ইসলামপুর এলাকায় ৩জন মোটর সাইকেল আরোহী দুর্ঘটনা কবলিত হয়। এ দুর্ঘটনায় উপজেলার মাদারকোল গ্রামের মুক্তিযোদ্ধা একেএম আব্দুল্লাহ মাষ্টারের ছেলে শাহরিয়ার আহমেদ জীবন (৩২) নিহত হয়। তার সাথে থাকা মদারকোল গ্রামের রন্ঞ্জু মিয়ার ছেলে হৃদয় (২৫) ও বারোপাখিয়া (চড়পাড়া) গ্রামের আঃ আলীমের ছেলে আনোয়ার হোসেন (২৫) আহত হয়। আহতদের শেখহাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশের এস.আই তালেব এ তথ্য প্রদান পূর্বক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।