দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি ;
টাঙ্গাইলের দেলদুয়ারে সোমবার (০৬জুন) দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা সঙ্গে নিয়ে পত্রিকাটি ১৬বছর পেরিয়ে ১৭ বছরে পদার্পন করেছে । এ উপলক্ষে যায়যায়দিন পত্রিকার দেলদুয়ার উপজেলা প্রতিনিধি মাসুদ রানার উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয় ।
দেলদুয়ার প্রেসক্লাব কক্ষে দেলদুয়ার প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন প্রমুখ।