আসাদুজ্জামান খান ডলার , দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
দেলদুয়ারে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর দেলদুয়ার (টাঙ্গাইল) মঙ্গলবার টাঙ্গাইলের দেলদুয়ারে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুই শতাংশ করে জমি সহ ৩৫ টি পরিবারকে এসব ঘর প্রদান করা হয়েছে।
উপজেলা হলরুমে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক,সহকারী কমিশনার(ভূমি) সুচি রানী সাহা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, উপজেলা কৃষি অফিসার শোয়েব মাহমুদ সহ অন্যরা।