দেলদুয়ারে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু
টাঙ্গাইল দেলদুয়ার প্রতিনিধি।
টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২২ শুরু করা হয়েছে।
আজ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে বোরো ধান ও চাল সংগ্রহ শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তৈয়বা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শোয়েব মাহমুদসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।