দেলদুয়ারে নবনির্মিত প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধন
টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নবনির্মিত ৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে উপজেলার পাথরাইল, আটিয়া ও দেলদুয়ার সদর ইউনিয়নের নবনির্মিত প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুল, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,সহ সভাপতি এস প্রতাব মুকুল, উপজেলা প্রকৌশলী কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।