দেলদুয়ারে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দেলদুয়ার টাঙ্গাইল প্রতিনিধি :
দেলদুয়ারে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। সোমবার টাঙ্গাইলের দেলদুয়ারে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়াম্যান এসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়াম্যান হোসনে অারা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সহ সভাপতি এস প্রতাব মুকুল, সাধারন সম্পাদক লায়ন এম,শিবলী সাদিক, সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা, দেলদুয়ার থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) বাহালুল খান, , দেলদুয়ার সদর ইউপি চেয়ারম্যান মাসুদুজ্জামান খান প্রমুখ। প্রশিক্ষণ প্রদান করেন তথ্য কমিশনের সহকারী পরিচালক শাহাদত হোসাইন।