কালীগঞ্জে নবনির্বাচিত পৌর মেয়র এস.এম রবিন হোসেন ও কাউন্সিলরগন দায়িত্ব বুঝে নিলেন।
মো.মুজিবুর রহমান ঃ
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় নবনির্বাচিত মেয়র এস.এম রবিন হোসেন, ৯ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ৩ মহিলা কাউন্সিলর দায়িত্ব বুঝে নিলেন। এ উপলক্ষে (শনিবার) আজ সকালে কালীগঞ্জে কালীগঞ্জ পৌর ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর সচিব মো. মিলন মিয়া’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী,্ এ্যাড. মেহেদী হাসান , মাজেদুল ইসলাম সেলিম, শফিউল কাদের নান্নু, পৌর প্রকৌশলী হুমায়ুন কবির, মো. মাসুদুজ্জামান, আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবিন্দ, বিভিন্ন পত্রিকার ও টেলিভেশনের সাংবাদিক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এম.পি’কে ফুলের তোড়া দিয়ে বরন করেন। এ সময় প্রধান অতিথি , মেয়র ও কাউন্সিলরগন বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি, নবনির্বাচিত মেয়র এস.এম রবিন হোসেন, কাউন্সিলর ও অতিথিদের পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগন ফুল দিয়ে বরণ করে নেন।