# নারী #
মো: মুর্শিদ উজ জামান
তোমরা নারী ..
আল্লাহর এক অপূর্ব সৃষ্টি ,
আল্লাহ বানিয়েছেন তোমাদের মনের মাধুরী মিশিয়ে
রুপে করেছে অপরুপা , কন্ঠে দিয়েছেন মিষ্টতা ,
আর ব্যবহারে মিশিয়ে দিয়েছেন এমন এক কোমনীয়তা
যা মুহূর্তেই পাথরকে গলিয়ে করে তরল
একেবারে সম্মোহিতের মতো,যা সত্যিই বিরল।
ছেলেবেলা কাটে বাবার ঘরে লক্ষি মেয়েটি হয়ে ,
বাবার আদরে মায়ের স্নেহে বেড়ে উঠো তোমরা
কতো না স্মৃতি বিজড়িত ভাই-বোনের খনসুটি
আমোদে আহ্লাদে পার করেছো দিন মাস বছর।
বিধির বিধান প্রকৃতির আহ্বান
বিদায় দিতে হয় চোখের মনি বুকের ধন।
এখন তুমি বড় হয়েছো সেজেছো ভিন্ন রুপে
বাবার বাড়ি ছেড়ে আসতে হয়েছে পরের বাড়ি,
অল্প সময়েই পরের বাড়িতে বানাতে হয়েছে নিজের বাড়ি…
পেরেছো তা বেশ তোমরা মহিয়সী তোমরা যে নারী।
স্বামীকে দিয়েছো নূতন জীবন, রচিছো নিজের সংসার,
ভালোবাসায় রাংগিয়ে দিয়েছো সুখ দিয়েছো অপার।
ছোট্ট মেয়েটি আর রইলো না ছোট
স্বার্থকতা পেলো নারী জীবনের চরম প্রাপ্তি ,
পূর্ন হলো মনের বাসনা কোল জুড়ে এলো..
এলো নূতন অতিথি নিজেকে বানালো ‘মা’
ভুলিয়ে দিলো নিজের অস্তিত্ব
সন্তানই হলো জীবন-মরন , জেগে উঠলো মাতৃত্ব।
একই অংগে এতো রুপ
কখনো বাবার আদরের মেয়ে হয়ে আহ্লাদিনী,
কখনো প্রেমিকা রাংগিয়ে দেয় জীবন হয়ে সর্বস্বিনী
কখনো মা’য়ের ভূমিকায় হয়ে জননী।
তোমরা স্বার্থক তোমরা সফল সব ক্ষেত্রে
তোমরা যে ‘নারী’ তোমরা রমনী।।
•••••••••••••••••••••••••••••••••••
১৩ ই এপ্রিল মধ্যরাত ২০২১