সিমেন্ট বহনকারী মিক্সার গাড়ি পার্কিং করা একটি মাক্রোবাসকে ধাক্কা
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-মহাসড়কের বালুয়াকান্দি নামক এলাকায় সড়ক দূর্ঘটনা ঘটে। বৃস্পতিবার (১৯ মে) সকাল ৭টার দিকে বালুয়াকান্দি এলাকায় মুন পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে। একটি তরল সিমেন্ট বহনকারী মিক্সার গাড়ি পার্কিং করা একটি মাক্রোবাসকে ধাক্কা মেরে ধুমরে মুচরে ফেলে। দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই চাপা পরে থাকে। খবর পেয়ে গজারিয়া ফায়ার্স সার্ভিসের টিম ঘটনা স্থলে আসে গুরতর আহতদের প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
অবস্থা গুরুতর হওয়ায় তিন জনকে ঢাকা মেডিকেলে পাঠনো হয়। এক জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতের নাম আম্বিয়া খাতুন (৫৫) কুমিল্লা বাড়ি। মাইক্রোবাসের যাত্রীরা সবাই কুমিল্লা থেকে ঢাকা এয়ারপোর্টে যাচ্ছিল।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। একজনের লাশ আম্বিয়া খাতুন (৫৫) কুমিল্লায় বাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাকিদের অবস্থা গুরুতর দেখে তাদেরকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন রাস্তার পাশে মাইক্রো বাস থামিয়ে মাইক্রোবাসের ড্রাইভার প্রসাব করতে গিয়েছে। তরল সিমেন্ট বহনকারী মিকচার ট্রাকটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস গাছের সাথে আসরে পরে পুনরায় ট্রাকটি আবার মাইক্রোবাস কে চাপা দেয়। ঘটনাস্থলে চারজন আহত হয় এর মধ্যে একজন যাত্রী কে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।