ডা: আশিষ কুমুর বনিক চলেগেলেন না ফেরার দেশে
ফেইসবুক থেকে সংগৃহীত :
ডা: আশিষ কুমুর বনিক চলেগেলেন না ফেরার দেশে। তিনি কি জানতেন করোনার সেবা প্রদানের সময় ডাক্তার আক্রান্ত হবেন। তবুও বলি তিনি একজন ভালো মনের ডাক্তার ছিলেন। তার সাথে কালীগঞ্জে দায়িত্বপালন কালে অনেকের সাথে ভালো সম্পর্ ছিল। এ বিষয়ে সাবেক উপজেলা স্বাস্থ্য ও প;প; কর্কর্া , পলাশ উপজেলার স্বাস্থ্য ও পপ কর্কর্া ডাক্তার সাদেকুর রহমান আকন্দ বলেন, আজ একজন ভালো ডাক্তারকে হারালাম । কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিক্যাল অফিসার ডাঃ আশিষ কুমার বনিক । ৮/১০ দিন আগে করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হন তারপর ৫/৬ দিন আগে আই সি ইউ আর আজ জীবনের ওপারে । দুঃখ জানাবার ভাষা নেই শুধু বলবো ওপারে ভালো থাকো।