টাঙ্গাইলের বাসাইলে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলা
টাঙ্গাইলের বাসাইলে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ‘বাংলা ট্রিবিউন’ এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বিবদমান জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের উত্তপ্ত পরিস্থিতির সংবাদ সংগ্রহের হামলার শিকার হোন তিনি। পরে তার চিতকারে আশে পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়েযেতে সক্ষম হন। বিষয়টি স্থানীয় থানায় অবগত করা হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন-‘টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ গণমাধ্যমকর্মীরা।