নিজস্ব প্রতিবেদক শ্রীপুর :
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেতর থেকে এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পার্কের ৪ নং গেটের ভেতর থেকে অজ্ঞাত ওই লাশটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার এসআই আমজাদ হোসেন জানান, নিহতের গলায় বেল্ট ও শার্ট পেঁচানো ছিল। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। সম্ভবত কেবা কাহারা হত্যা করে যুবকের মৃতদেহ ফেলে গেল সাফারি পার্কের ভেতরে।
ভোরের দিকে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্তেরজেন্য পাঠানোহবে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, যেখানে লাশ পাওয়া গেছে, শালবন বেষ্টিত সে জায়গায় দর্শনার্থীরা সাধারণত যান না। ধারনা করা হচ্ছে যুবককে বাইরে হত্যার পর দুর্বৃত্তরা পার্কের দেয়ালের ভেতর ফেলে গেছে বলে মনে হচ্ছে।